আলোচিত-সমালোচিত অভিনেত্রী পাওলি দাম এবার পা গলাতে চলেছেন সুচিত্রা সেনের জুতোয়। পরিচালক অসিত সেনের বিখ্যাত বাংলা চলচ্চিত্র ‘দীপ জ্বেলে যাই’- তে সুচিত্রা সেন অভিনীত রাধা চরিত্রে এবার অভিনয় করতে যাচ্ছেন পাওলি।
‘দীপ জ্বেলে যাই’ চলচ্চিত্রটি কেবল বাংলা ছবির ইতিহাসেই নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী। এ চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন রাধা চরিত্রটি।
এবার পরিচালক শৈবাল মুখোপাধ্যায় ‘দীপ জ্বেলে যাই’ ছবিটির রিমেক ভার্সন তৈরি করতে যাচ্ছেন। সম্প্রতি ছবিটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে পরিচালক বলেন, “পুরনো ছবিটি কতোটা অনুসরণ করবো বা কতোটা নতুনত্ব যোগ করবো, তা এখনো বলা কঠিন। এটা ঠিক হয়েছে যে, আমরা ছবিটা বানাব আর সেই ছবিতে রাধা চরিত্রে অভিনয় করবেন পাওলি। ব্যস, এর বেশি আর কিছুই ঠিক হয়নি। অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।’
মুম্বাইবাসী বাঙালি পরিচালক শৈবাল মুখোপাধ্যায় আরো বলেন, ‘দীপ জ্বেলে যাই’- এর হুবহু রিমেক হবে না। গল্পটা এক থাকবে! তবে পটভূমি থাকবে এই যুগ। কাজেই প্রাসঙ্গিকভাবে পরিবর্তিত হবে অনেক কিছুই।’
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ‘দীপ জ্বেলে যাই’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন পাওলি দাম।