প্রিমিয়ার শোতে ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’

প্রিমিয়ার শোতে ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’

অনেকেই মনে করছেন পেশাদারিত্ব তৈরি করতে না পারলে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নাট্যচর্চা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তাই নাটকের সাথে সংশ্লিষ্ট প্রায় সকল নাট্যজন থিয়েটারে পেশাদারিত্ব সৃষ্টির কথা বলছেন। পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ নিয়ে নানা ধরনের নীরিক্ষা শুরু হয়েছে নাটক পাড়ায়। এই সব নিরক্ষাধর্মী কাজের মধ্যে ইতোমধ্যে রেপার্টরি থিয়েটারের চর্চা বেশ শক্ত অবস্থান তৈরি করতে শুরু করেছে।

বাংলাদেশের নাট্যচর্চায় ব্যাক্তি উদ্যোগে রেপার্টরি থিয়েটারের চর্চার পাশাপাশি এখন রাষ্ট্রীয় উদ্যোগে রেপার্টরি থিয়েটারের চর্চা শুরু হয়েছে। এ বিষয়টি বাংলাদেশের নাট্যচর্চার জন্য খুবই ইতিবাচক একটা দিক। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী রেপার্টরি নাট্যদল তৈরি হয়েছে। এই দলটি পেশাদারি নাট্যচর্চার উদ্দেশ্য নিয়ে প্রাথমিক পর্যায়ে তিনটি নাটক মঞ্চে নিয়ে আসছে। যার মধ্যে মামুনুর রশীদের রচনা ও  নির্দেশনায় ইতোমধ্যে গত সম্প্রতি মঞ্চে এসেছে নাটক ‘টার্গেট প্লাটুন’। ২য় রেপার্টরী প্রযোজনা হিসেবে ০৫ আগস্ট মঞ্চে এসেছে মনজুরে মওলার রচনা ও আতাউর রহমানের নির্দেশনায় নাটক ‘রূদ্র ররি ও জালিয়ান ওয়ালাবাগ” এবং ৩য় প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে লাকী ইনামের নির্দেশনায় বীরাঙ্গনাদের দুঃখগাথা নিয়ে নাটক ”বিদেহ”।

‘রূদ্র রবি ও জালিয়ান ওয়ালাবাগ’ নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় আগমী ৫ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছে আনন জামান, শাহজাদা স¤্রাট, সৌদ চৌধুরী, জয়িতা মহালনবিশ, সিক্ত, রাজা, মিজান প্রমুখ। প্রিমিয়ার শোতে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও নাটকের নির্দেশক আতাউর রহমান।

নাটকের নির্দেশক আতাউর রহমান বলেন, রবীন্দ্রনাথ ঠা ুরের একটা সর্বজন গ্রাহ্য রূপ আছে তিনি দার্শনিক কবি যার প্রতিভাস আমরা দেখি তাঁর বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে। ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগে বৃটিশ ঔপনিবেশ শাষক গোষ্ঠি নিরস্ত্র-নিরীহ সাধারণ মানুষের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই হত্যাকান্ডের প্রতিবাদে বৃটিশ সরকারের দেয়া অতি মূল্যবান ও সম্মানীয় নাইটহুড উপাধী পরিত্যাগ করে সাধারন মানুষের প্রতিবাদেও মিছিলে সম্পৃক্ত হয়েছিলেন। ইতিহাসের এমন বিরল ঘটনা এই নাটকের মাধ্যমে আমরা নতুন করে জানি।

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন স্বাধনিতা পরবর্তি বাংলাদেশের নাট্যচর্চা চালিত হচ্ছে গ্রুপ থিয়েটার চেতনাকে ধারণ করে। গ্রুপ থিয়েটার চর্চার অভিজ্ঞতা সমৃদ্ধ বাংলাদেশের নাট্যাঙ্গন এখন পেশাদারী নাট্যচর্চা বরণে প্রস্তুত। আর পেশাদারি নাট্যায়তন সৃষ্টির মৌলিক দায়িত্ব রাষ্ট্রের। এ বোধের চিন্তা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার রেপার্টরী থিয়েটারের ব্যাপারে নাট্য নির্মাণের চলমান ধারায় হয়ত একদিন আমাদের স্বপ্নের পেশাদারী নাট্যচর্চার পূর্ণাঙ্গ রূপ তৈরি হবে।

‘রূদ্র রবি ও জালিয়ান ওয়ালাবাগ’ নাটকের কাহিনী তৈরি হয়েছে জালিওয়ালাবাগ হত্যাকান্ডের ঘটনা নিয়ে। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের সমাবেশে সাধারণ জনতার উপর গুলি করে। নিহত হলেন বহু মানুষ, সম্ভবত এক হাজার কিংবা তারও বেশি। ভারতবর্ষের বাংলা পাঞ্জাব প্রদেশের জনগণ বরাবরই বৃটিশ ঔপনিবেশিক শাষনের বিরুদ্ধে সোচ্চার ছিল। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ  ঠাকুর ২২ মে ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ডের খবর পেয়ে কলকাতায় প্রতিবাদ সভার আয়োজন করেন এবং এই হত্যাকান্ডের ক্ষোভ ও প্রতিবাদ জানাতে বৃটিশ সরকারের দেয়া নাইট উপাধি পরিত্যাগ করেন। যা কালেন যাত্রায় প্রতিবাদের এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

বিনোদন