মালদ্বীপের সাম্প্রতিক রাজনৈতিক সংকট তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আশা করে, সাংবিধানিক উপায়ে অচিরে এ সংকটের সমাধান হবে।
মঙ্গলবার ঢাকা সফররত মালদ্বীপের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী হামিদের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী প্রণীত “জনগণের ক্ষমতায়ন ও উন্নয়নের মডেল” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডা. দীপু মনি মালদ্বীপের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের নিবন্ধন করায় সেই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কর্মীদের কল্যাণে সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ, ও সংস্কৃতি বিনিময় আরো বাড়াতে পারে।