মানসম্পন্ন ও বৈশ্বিক বাজারের তুলনায় সস্তা হওয়ায় বাংলাদেশ থেকে আরো পণ্য কিনতে চায় অস্ট্রেলিয়া।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার গ্রেগ উইলকক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।
এদিকে, অস্ট্রেলীয় সরকার বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখায় হাইকমিশনারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে হাইকমিশনার গ্রেগ উইলকককে ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।
উত্তরে হাইকমিশনার জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশকে সবচেয়ে বড় বিনিয়োগে অঞ্চল বলে বিবেচনা করে, বিশেষ করে জ্বালানি খাতে। স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু সংকট মোকবিলায় বাংলাদেশকে আরো সহযোগিতা করতে চায় তার দেশ বলেও উল্লেখ হাইকমিশনার।