বাকিতে ব্যবসা করায় জনতা ইন্স্যুরেন্সকে জরিমানা

সম্পূর্ণ বাকিতে ব্যবসা করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইডিআরএ’র একটি পরিদর্শন দল গত ১৩ জুলাই জনতা ইন্স্যুরেন্সের দিলকুশা শাখা পরিদর্শন করে। পরিদর্শনকালে জনতা ইন্স্যুরেন্সর মানি রিসিপ্ট এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে সম্পূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পায়।

বীমা আইন লংঘনের জন্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কর্তৃপক্ষের দপ্তরে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে কর্তৃপক্ষের ৩ জন সদস্য নব গোপাল বণিক, মো. ফজলুল করিম এবং ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন।

এসময় জনতা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ফজলুল হক খান ও  দিলকুশা শাখার ব্যবস্থাপক শাহীন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শুনানি শেষে কোম্পানির দিলকুশা শাখা ব্যবস্থাপক শাহীন উদ্দিন আহমেদকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করে আইডিআরএ।

প্রসঙ্গত, পুঁজিবাজারের তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সর ২৪ কোটি ৪০ লাখ টাকা অনুমোদিত মুলধনের বিপরীতে অনুমোদিত মুলধনের পরিমাণ ১০০ কোটি টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের ২০টি শেয়ারে একটি মার্কেট লট। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের বাজার দর ২৪৬ টাকা।

আর ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইটে ২০১০ সালের পর প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে লভ্যাংশ, শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) প্রকাশ করা হয়নি।

অর্থ বাণিজ্য