দু’দিনের সরকারি সফরে বুধবার দুপুরে প্লেনে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালীন অর্থমন্ত্রী এদিন বিকেল তিনটায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এসএনডি-২ উপশহর ট্রান্সমিশন ও এসিবি সাব-স্টেশন উদ্বোধন, জেলা প্রশাসকের ইফতার মাহফিলে যোগদান, ২০০ প্রশিক্ষণার্থী ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান, জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় যোগদান, নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিলে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাতে ‘উপবন’ ট্রেনযোগে রওয়ানা হয়ে শুক্রবার ভোরে ঢাকা ফিরবেন অর্থমন্ত্রী।