দু’দিনের সফরে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী

দু’দিনের সফরে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী

দু’দিনের সরকারি সফরে বুধবার দুপুরে প্লেনে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালীন অর্থমন্ত্রী এদিন বিকেল তিনটায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এসএনডি-২ উপশহর ট্রান্সমিশন ও এসিবি সাব-স্টেশন উদ্বোধন, জেলা প্রশাসকের ইফতার মাহফিলে যোগদান, ২০০ প্রশিক্ষণার্থী ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান, জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় যোগদান, নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিলে অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতে ‘উপবন’ ট্রেনযোগে রওয়ানা হয়ে শুক্রবার ভোরে ঢাকা ফিরবেন অর্থমন্ত্রী।

অর্থ বাণিজ্য