ফিলিপাইনে প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত জনজীবন

ফিলিপাইনে প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত জনজীবন

প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অচল হয়ে পড়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বন্যায় এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ম্যানিলার অনেক স্থানই বর্তমানে গলা পানির নিচে ডুবে আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। হাজার হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে তাদের বাড়ি ঘর ছেড়ে অস্থায়ীভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

ম্যানিলার ব্যাংক, বীমা, বিদ্যালয়ের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ম্যানিলার কুইজন সিটির একটি বস্তিতে ভূমি ধ্বসের শিকার হয়ে একই পরিবারের নয় সদস্য মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী টাইফুন সাওলা। এতে প্রাণহানি ঘটেছিলো ৫০ জনের।

ফিলিপাইনের ‘ন্যাশনাল ডিসাসটার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল’ এক বিবৃতিতে জানিয়েছে বন্যায় ম্যানিলা এবং এর নিকটবর্তী প্রদেশগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবিত গ্রীষ্মমন্ডলীয় ঝড় হাইকুর প্রভাবে এ ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। টাইফুনটি বর্তমানে তাইওয়ানের ৩০০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছে।

এদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আলোচনা করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী সব কিছু করার চেষ্টা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক