আফগানিস্তানের রাজধানী কাবুলে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর পাঁচটায় একটি মিনিবাসে বোমাটি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন কাবুলের পুলিশ প্রধান জেনারেল আইয়ুব সালাঙ্গি।
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি হামলাকারী একজন তালেবান যোদ্ধা।
নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। তারা বাসটিতে করে নিজেদের কর্মক্ষেত্রে যাচ্ছিল।
রাস্তার পাশে পেতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে হামলা পরিচালনা তালেবানদের প্রিয় হলেও কাবুলের আশেপাশে এলাকায় এ ধরণের হামলা সচরাচর চোখে পড়ে না।
কিন্তু সম্প্রতি কাবুলের সুরক্ষিত এলাকাতেও তালেবানদের হামলা চালানোর ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ।