অলিম্পিক ফুটবল দামিয়াও’র জোড়া গোলে ফাইনালে ব্রাজিল

অলিম্পিক ফুটবল দামিয়াও’র জোড়া গোলে ফাইনালে ব্রাজিল

ইন্টারন্যাসিওনাল স্ট্রাইকার লিয়েন্দ্রো দামিয়াও’র জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে ৩-০ তে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠেছে ব্রাজিল।

টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাজিলের মুখোমুখি হয়েছিলো দক্ষিণ কোরিয়া। কিন্তু মানো মেনেজেসের শিষ্যদের কাছে হার মানতে হয় কোরিয়ানদের। প্রথম ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রেখেছিলো এশিয়ান টাইগাররা।

অন্যদিকে ধীরে শুরু করেও ক্রমে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেলেকাওরা। ৩৮ মিনিটে গোলও পেয়ে যায়। মাঝমাঠে কোরিয়ানদের পা থেকে বল কেড়ে নেন সান্দ্রো। নেইমারের পা ঘুরে বল চয়ে যায় অস্কারের দখলে। তিনি ঠেলে দেন সুযোগ সন্ধানী রমুলোর উদ্দেশ্যে। নিচু শটে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে প্রথমবারের মতো উল্লাসে মাতান (১-০)। প্রথমার্ধে আর গোল হয়নি।

৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় মানো মেনেজেসের দল ব্রাজিল। মাঝ মাঠ থেকে মার্সেলো বল বাড়িয়ে দেন নেইমারের উদ্দেশ্যে। নেইমার কোরিয়ানদের বাধা কাটিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পাস বাড়ান পোস্টের ১৫ গজের মধ্যে থাকা দামিয়াওকে। বল পেয়েই সোজা জালে জড়িয়ে দেন দামিয়াও (২-০)। সাত মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল আদায় করেন ইন্টারন্যাসিওনালের এই ফরোয়ার্ড। নেইমার ও অস্কারের বানিয়ে দেওয়া বলে সহজেই ব্যবধান ৩-০ তে উন্নীত করেন দামিয়াও। টুর্নামেন্টে ওটি তার ষষ্ঠ গোল।

খেলার শেষ ১৫ মিনিটে ব্রাজিল কোচ মাঠে নামান হাল্ক ও আলেসান্দ্রে পাতোকে। ফলে আক্রমণেও গতি বাড়ে সেলেকাওদের। শেষ মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। বামপ্রান্ত থেকে নেইমার কোরিয়ান রক্ষণভেদ করে বক্সে ঢুকে আচমকা ক্রসে বল বাড়ান অস্কারকে। কিন্তু অপ্রস্তত অস্কার বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন।
ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। ব্রোঞ্জের জন্য খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপান।

 

খেলাধূলা