অলিম্পিক ফুটবল ইতিহাস গড়ে ফাইনালে মেক্সিকো

অলিম্পিক ফুটবল ইতিহাস গড়ে ফাইনালে মেক্সিকো

অলিম্পিকে কখনো সেমিফাইনালের বেশি যেতে পারেনি মেক্সিকো। জাপানও কখনো অলিম্পিক ফাইনাল দেখেনি। যে কেউ জিতলেই সেটা হতো ইতিহাস। মঙ্গলবার সেমিফাইনালে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও মার্কো ফ্যাবিয়ান, ওরিবি পেরালটা ও জ্যাভিয়ের কর্তেসদের গোলে প্রথমবারের মতো ফাইনালে মেক্সিকো।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে জাপানের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে কনকাকাপ চ্যাম্পিয়নরা। ১২ মিনিটে ইয়ুকি ওতসুর করা টুর্নামেন্টের তৃতীয় গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ২০ গজ দূর থেকে কেইগো হিগাসির হাফভলি ওতসু বক্সের ঠিক বাইরে থেকে নিয়ন্ত্রণে নিয়েই আচমকা শটে পরাস্ত করেন গোলরক্ষক জোসে করোনাকে।

৩১ মিনিটে গিওভানির কর্নার থেকে জাপানি রক্ষণভাগ খেলোয়াড়ের হেডে বল পেয়ে যান ফ্যাবিয়ান। সুযোগ নষ্ট করেননি তিনি। প্রচন্ড শটে জাল কাঁপিয়ে মেক্সিকোকে ১-১ এ সমতায় ফেরান। প্রতিযোগিতার পাঁচ ম্যাচে প্রথমবারের মতো গোল খায় জাপান। যেটা আবার টুর্নামেন্টে ফ্যাবিয়ানের প্রথম গোল। কোচ ফার্নান্দো লুই টিনার শিষ্যরা ৬২ মিনিটে দ্বিতীয় গোল পায়। বিপদসীমায় প্রতিপক্ষ মিডফিল্ডার তাকাহিরো ওগিহারার কাছ থেকে বল কেড়ে নিয়ে সোজা জালে পাঠিয়ে দেন পেরালটা (২-১)। খেলার শেষ মিনিটে বিজয়ীদের পক্ষে ব্যবধান বাড়ান কর্তেস। প্রতিপক্ষের দুই-তিন ডিফেন্ডাররকে কাটিয়ে গোলরক্ষক সুইচি গোন্ডাকে ধোকা দেন (৩-১)।
স্বর্ণপদকের লড়াইয়ে মেক্সিকো মুখোমুখি হবে লাতিন পরাশক্তি ব্রাজিলের।

খেলাধূলা