দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৪তম কেয়োচং আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিতে সুবচন নাট্য সংসদের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার রাতে ঢাকা ত্যাগ করেছে।
বিশ্বের অন্যতম বড় এ নাট্য উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ বছর মনোনীত
হয় সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’ নাটক। ২০১০-২০১১ সালের নাটক বিবেচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় এ মনোনয়ন দেয়।
দলনেতা হিসেবে দলটির সঙ্গে আছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।
সুবচনের প্রধান সম্পাদক আহম্মদ গিয়াসের নেতৃত্বে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন, ম্যানেজার-আলী আহমেদ, নির্দেশক-সুদিপ চক্রবর্তী এবং নাট্যশিল্পী-মোহাম্মদ আনসার আলী, এএসএম আসাদুল ইসলাম, সাইফুল ইমাম, মো. মনিরুল হোসাইন, মো. আমিরুল ইসলাম, সোনিয়া হাসান, তানভীর আহমেদ ভূঁইয়া, লিথু রানী মণ্ডল, মো. ইমতিয়াজ
শাওন রেজা, মোহাম্মদ ফজলুল হক, মো. ইমরান হোসাইন, মো. সোহেল খান, আরজে মেঘদূত, মো. আমিনুল ইসলাম ও রনি আলম।
বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ৪৭টি সংগঠন ও ৫৫টি দল মিলে সর্বমোট ২০০টি নাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হবে এবারের নাট্য উৎসবে।
সব মিলিয়ে এক বিশাল আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জিয়োচং-গান এলাকায়।
আগামী ৯ ও ১০ আগস্ট সান থিয়েটার মঞ্চে ‘মহাজনের নাও’ নাটকের দু’টি প্রদর্শনী মঞ্চস্থ হবে।