কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘আত্মদান’। শাহজাহান চৌধুরীর পরিচালনায় এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে ঈদুল ফিতরের পর দিন সকাল ১১টা ১০ মিনিটে।
‘আত্মদান’ ছবির কাহিনীধারায় দেখা যাবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আলো নামের একজন নববধু পাকিস্তানি হানাদারদের হাতে বন্দি হয়ে নির্যাতনের শিকার হন। দেশ স্বাধীনের পর অনেক খোঁজাখুজির করে তার ভাই মুক্তিযোদ্ধা মজনু এক পাকিস্তানি ক্যাম্প থেকে আলোকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে আলো কিছুটা সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেয়।
যদিও এই সন্তানের জন্মদাতা ছিল আলোর স্বামী তারেক। যুদ্ধকালীন সময়ে তাকেরকে পাকবাহিনী ধরে দিয়ে যায়। কিন্তুু আলোকে নিয়ে মানুষের কৌতহলের শেষ নেই।
হাসপাতালের সকলেই ভাবে আলোর সন্তান পাক হানাদারদের কারণেই জন্ম নিয়েছে। আলো এসব সইতে না পেরে এক সময় পাগল হয়ে যায়। আলোর জায়গা হয় পাগলা গারদে। এদিকে পিতার পরিচয়ে মিলি মানুষ হতে থাকে মামা-মামির কাছে। এর জন্য সার্বিক সহায়তা করে মজনুর স্ত্রী নিলু। এদিকে আলোর ২২টি বছর কেটে যায় গারদে। অবশেষে মজনু গারদ থেকে আলোকে নিয়ে এসে তাদের ফুফুর বাড়িতে রেখে আসেন যেন আবার কোনো অঘটন না ঘটে সেই ভয়ে। এভাবেই এগিয়ে চলে ছবিটি গল্প।
‘আত্মদান’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, সাবেরী আলম, চম্পা, নিপুন, নিরব প্রমুখ। ছবির চিত্রগ্রহণ করেছে হাসান আহমেদ। খন্দকার নূরুল আলম ও সত্য সাহা সুরে এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রো কিশোরসহ অনেকে।
এবারের ঈদে ‘আত্মদান’ ছবিটি দেশের বিভিন্ন্ প্রেক্ষাগৃহেও ঈদ উপলক্ষে মুক্তি পাবে।