প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

তিন বাহিনীর যৌথ আয়োজনে এ ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব:), সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্য ও উপস্থিত অভ্যাগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। ইফতার মাহফিলের আগে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রায় মঙ্গল কামনা করেন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত ও সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সশস্ত্র বাহিনীর ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার মোঃ আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনসহ মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদসহ উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ