নির্মাণাধীন (গুলিস্তান-যাত্রাবাড়ী-পলাশী) মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করা হবে আগামী বছরের ২৬ মার্চ। এ লক্ষে আগামী ১৮ আগস্টের মধ্যে মধ্যে সব ধরনের ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নির্মাণকাজ শেষ করে ফ্লাইওভার হস্তান্তরে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রকল্পে ইউটিলিটি স্থানান্তর ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসেই মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।
সভায় জানানো হয়, ঢাকা ওয়াসা গত ৩০ জুলাই ইউটিলিটি কাজ স্থানান্তর সম্পন্ন করেছে। তিতাস ও বিটিসিএল আগামী তিন দিনের মধ্যে তাদের ইউটিলিটি স্থানান্তর সম্পন্ন করবে।
এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) আগামী ১৮ আগস্টের মধ্যে তাদের ইউটিলিটি স্থানান্তর করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, “চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করার কথা থাকলেও ইউটিলিটি কাজ শেষ করতে দেরি হয়। এ কারণে সময় বাড়িয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগ সচিব আবু আলম মো. শহিদ খান ও মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’র প্রকল্প পরিচালক আশিকুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়নগ্রুপ, তিতাস, ডিপিডিসি, বিটিসিএল, ঢাকা ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের ২২ জুন প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্ধোন করেন। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিলো ৩০ জুন ২০১৩ সালের মধ্যে। তবে প্রকল্প মেয়াদের আগেই প্রকল্পটি সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছিলো।