এবারের ঈদে অগ্রিম টিকিটে কোনোরকম কালোবাজারি হচ্ছে না বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
টিকিট কালোবাজারি হচ্ছে বলে পত্রিকায় যেসব খবর এসেছে তা ভিত্তিহীনও বলছে রেল কর্তৃপক্ষ।
সোমবার দুপুর ১২টায় রেলভবনে এক সংবাদ সম্মলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের চ্যালেঞ্জ করে বলেন, “ঈদের টিকিট বিক্রিতে গতকাল (রোববার) ও আজ সোমবার পর্যন্ত কোনো কালোবাজারি হয়নি। দু’একটি গণমাধ্যমে ভুল তথ্য এসেছে।
কালাবাজারি ও কোনো সিন্ডিকেট কাজ করছে কি-না এ বিষয়টি র্যাব ও দেখছে। কালোবাজারি করে টিকিট বিক্রি হচ্ছে কি-না তা রেল কর্তৃপক্ষও কঠোরভাবে দেখছে।”
রোববার বেলা ১১টায় টিকিটের আসন শেষ হয়ে গেছে এমন অভিযোগের প্রেক্ষিতে রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, “আমাদের কিছু করার নেই, আমাদের সীমিত আসন। চাহিদার তুলনায় আসন স্বল্প।
একজন যদি ৪টা করে টিকিট নেন তাহলে সিরিয়ালে দাঁড়ানো প্রথম একশ জনই চারশ’ টিকিট পেয়ে যায়। কাজেই ঘণ্টা দুয়েকের মধ্যে ট্রেনের সিট শেষ হয়ে যাওয়াই স্বাভাবিক।”
তিনি বলেন, “১৪ আগস্ট ১৫০টি কোচ বাড়ানো হবে।”
রেল সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্ল্যাকারদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে। রেলের যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রেলে টিকিট কেলেংকারি করছেন বলে অভিযোগ এসেছে তাদের বদলি করা হয়েছে। অনেককে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে।”
কালোবাজারি করতে কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও রেল কর্তৃপক্ষকে জানাতে উপস্থিত সাংবাদিকদের অনুরোধও করেন রেলের মহাপরিচালক।