বিশ টাকার নোট প্রচলনে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিক ভাবে এটি প্রচলনে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোটের সঙ্গে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙ্গের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় নোটটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
আর একারণে নতুন করে নোটটিতে রং পরিবর্তন করে তা বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।
তিনি বলেন, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রং এ কিছুটা সাদৃশ্যের কারণে যে কোনরূপ বিভ্রান্তি নিরসনে ২০ টাকার নোটের রং এ কিছু পরিবর্তন করা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পার্শ্বে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনঃমুদ্রণ করা হয়েছে ।
তিনি আরো বলেন, ২০ টাকার নতুন নোট আগামী ০৮ আগস্ট হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা হতে প্রচলনে দেওয়া হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসসহ সকল তফসিলী ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। এর আগে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে ।
প্রসঙ্গত ১২৭ ও ৬০ মিলিমিটার বিশিষ্ট এই নোটের এক পিঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা’ ব্যবহার করা হয়েছে।