নবাবগঞ্জে জামায়াতের ৩ কর্মী আটক

দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতে ইসলামীর ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আ. সালাম (৩৫), জামশেদ আলী ও হাছান (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হয়ে নবাবগঞ্জ বাজারে যাওয়ার সময় পুলিশ জামায়াতের ৩ জনকে আটক করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বিনাঅনুমতিতে অরাজকতা সৃষ্টির উদ্দেশে সমাবেশ ও মিছিল করায় তাদের আটক করা হয়েছে।

রাজনীতি