গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম স্মরণে সিলেট আ‘লীগের আলোচনা সভা

সিলেটে গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম আলী স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। বেলা ২ টায় ইব্রাহিম স্মৃতি সংসদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করবে।

আলোচনা সভায় দলীয় নেতাকর্মী, মহানগরীর সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৭ আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মেয়র প্রাণে বেঁচে গেলেও এতে নিহত হন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী। আহত হন তৎকালীন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ ৩০ জন নেতাকর্মী।

রাজনীতি