আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইরানে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে বলে সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা অভিযোগ করেছে।
গ্রেট ব্রিটেনভিত্তিক এই ব্যাংকটির বিরুদ্ধে এক দশক ধরে আড়াইশ বিলিয়ন ডলারের বেশি অর্থ ইরানে বিনিয়োগ করার অভিযোগ তোলা হয়েছে। খবর বিবিসি’র।
এবিষয়ে দ্য নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৬০ হাজার লেনদেনের বিষয়টি লুকিয়ে রেখেছিল।
ব্যাংকটি এমন সময় এই লেনদেন করেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অর্থনৈতিক অবরোধের বিষয়টি আরও জোরদার করার কথা বলেছে।
বিষয়টি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংকটির লাইসেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিলের হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি, ইউএস সিনেট হংকংভিত্তিক এইচএসবিসি ব্যাংককেও একইভাবে অভিযুক্ত করেছিল যে, ব্যাংকটি মেক্সিকো এবং ইরানে প্রায় ৭শ মিলিয়ন ডলার অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল।