যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলোয়াওকি শহরতলীতে শিখ ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহ গুরুদুয়ারায় হামলাকারীকে সনাক্ত করা গেছে। হামলকারী একজন সাবেক সেনা সদস্য এবং এ শ্বেতাঙ্গ বর্ণাবাদী উগ্রতা থেকে এ সহিংস কাজ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শিখ মন্দিরে হামলার ঘটনার তদন্তকারী দলের সঙ্গে জড়িত আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা সোমবার এ কথা বলেছেন।
উল্লেখ্য, গত রোববার সকালে শহরতলীর ওক ক্রিক এলাকার ওই গুরুদুয়ারায় এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ছয় জন নিহত ও একজন পুলিশসহ তিন জন আহত হয়।
আইনপ্রয়োগকারী সংস্থার ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার আরো জানান, হামলাকারীর নাম ওয়েড মাইকেল প্যাজ (৪০)। হামলায় তিনি বৈধ অস্ত্র ব্যবহার করেছেন।
তার ব্যক্তিগত রেকর্ড থেকে জানা যাচ্ছে, তিনি যুক্তরাষ্ট্র সরকারে একজন নিয়মিত ও সক্রিয়ভাবে চাকরি করতেন।
তবে সূত্র এর বেশি কিছু জানাতে রাজি হয়নি।
এর আগে এফবিআই বলে, হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। হামলাটি অভ্যন্তরীণ সন্ত্রাস কি না সে বিষয়টিও তদন্তে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।