বালিশে স্বর্ণপদক রেখে ঘুমিয়েছেন এনিস

বালিশে স্বর্ণপদক রেখে ঘুমিয়েছেন এনিস

অলিম্পিকে স্বর্ণজয়ের পরের রাত কি নির্ঘুম কেটেছে জেসিকা এনিসের। না… ঘুমিয়েছেন। তবে তা নিশ্চিত করতে রাতে মেডেলটি বালিশের ওপর রেখেছিলেন তিনি।

অলিম্পিক স্টেডিয়ামে হেপটাথলনে প্রথম ব্রিটিশ হিসেবে স্বর্ণপদক পান জেসিকা এনিস।

পদকটি হাতছাড়া করতেই মন চাইছিলো না। সেকারণেই বালিশের ওপর রাখা। ঘুমও যে খুব বেশি হয়েছিলো তা নয়। দুই ঘণ্টার মধ্যেই ঘুম ভেঙ্গে যায় জেসিকার। ঘুম থেকে জেগেও প্রথমেই মেডেলটি একবার দেখে নেন তিনি। এ কথা জানান জেসিকা নিজেই বলেন, আমি বিশ্বাসই করতে পারছিলাম না সোনার মেডেল আমিই জিতেছি। মেডেলটি কেমন হবে তা নিয়ে স্বপ্নও দেখেছি কিন্তু প্রকৃত মেডেলটি স্বপ্নের চেয়েও সুন্দর, বললেন জেসিকা।

তিনি বলেন, “আমি একটু চাপা স্বভাবের। খুব উত্তেজনা বোধ করলেও আমার হাতে তালি ওঠে খুব কম। খুব একটা কেঁদেছি কোনোকালে মনে পড়ে না। অন্তত জনসম্মুখেতো নয়ই। কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর আমি ভীষণ আবেগতাড়িত হয়ে পড়ি। মেডেলটি হাতে পেয়েও আমার বিশ্বাস হচ্ছিলো না, এটি আমি জিতেছি।”
জেসিকা এনিস অবশ্য আগে থেকেই দেশের জন্য স্বর্ণপদক বয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কথা রাখতে পেরেছেন সেটিও তার অনেক বড় গৌরবের।

 

 

খেলাধূলা