ভালবাসা ও বৃষ্টির গল্প ‘বর্ষা কাব্য’

ভালবাসা ও বৃষ্টির গল্প ‘বর্ষা কাব্য’

জামশেদ শামীম এর রচনা ও চিত্রনাট্যে এবং রমিও নীল এর পরিচালনায় নির্মিত হয়েছে একক নাটক “বর্ষা কাব্য”। নাটকের গল্পে দেখা যায় যে, আরমান ও নাজু দম্পতি দু’জনই দু’জনকে খুব ভালবাসে ও বিশ্বাস করে।

কিন্তু এক সময়ে এসে সংসার, ব্যবসা, সন্তান সব মিলিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে দু’জনে। তাতে করে সেই আগের মত পরস্পরের প্রতি ভালোবাসাকে প্রকাশ করতে পারে না। নাজু প্রতিটা মুহূর্তেই নস্টালজিক হয়ে পড়ে, হারিয়ে যায় তাদের ছাত্রজীবনে। সেই সময়ের ভালোবাসা-কাছে পাওয়া আর সেই ভালোবাসা প্রকাশের যে আবেদন, নাজু ফিরে পেতে চায় তার সব। নাজুর আচরণে পরিবর্তন আসতে থাকে। লক্ষ্য করে আরমান। কর্মব্যস্ত জীবনে বারবার পরাজিত হচ্ছে তার ভালবাসা। নাজুর কাছে সব পরিষ্কার করে আরমান। দু’টি বয়সেরই ভালোবাসা প্রকাশের ভাষা দুই রকম, তবু ভালবাসা কমে না কখনো। এমন করে এগিয়ে যায় কাহিনী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, জয় রাজ, স্পর্ষীয়া, জামশেদ শামীম, পলেন, রুমা আপা, তাহা সহ আরো অনেকে। আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত বর্ষাকাব্য নাটকটি যে কোনো একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

 

বিনোদন