ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় এনামুল হককে চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
রোববার ফেডারেল ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সদরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় আলহাজ্ব ছবিরুল হক ও আলহাজ্ব ইলিয়াস সিদ্দিকীকে ভাইস চেয়ারম্যান এবং আলহাজ্ব নুরুল আলমকে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এনামুল হক বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। একই সঙ্গে ইডেন মাল্টি-কেয়ার হসপিটাল লিমিটেড, নেক্সাস সিকিউরিটিজ লিমিটেড ও প্যারাডাইস কর্পোরেশন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান।
এছাড়া সিনো-বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডাচ-ব্যাংলা প্যাক লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড ও হার্ডকো ইন্ট্যারন্যাশনাল স্কুলের পরিচালক তিনি।