দমন পীড়ণের প্রতিবাদে রাজপথে মিয়ানমারের সাংবাদিকরা

দমন পীড়ণের প্রতিবাদে রাজপথে মিয়ানমারের সাংবাদিকরা

সংবাদমাধ্যমের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার রাজপথে নেমে এলো দেশটির সাংবাদিক সমাজ। সংবাদ প্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণ  এবং সাংবাদিকদের ওপর অব্যাহত দমন পীড়ণের প্রতিবাদে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে শনিবার প্রতিবাদ র‌্যালি করে সংবাদমাধ্যম কর্মীরা।

সম্প্রতি মিয়ানমারের জান্তা সমর্থিত সরকার দু’টি পত্রিকার সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভয়েস উইকলি এবং দি এনভয় নামের পত্রিকা দু’টিকে গত সপ্তাহে সরকারি নিয়ম না মেনে চলার অজুহাতে বন্ধের নির্দেশ দেয় মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ নিষেধাজ্ঞা সাময়িক এবং তা পক্ষকাল স্থায়ী হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিয়ানমারের সেন্সরবোর্ডের প্রধান।

শনিবারের প্রতিবাদ র্যালিতে অংশ নেওয়া সাংবাদিকরা এ সময় বার্মিজ এবং ইংরেজিতে ‘সংবাদমাধ্যমকে হত্যা বন্ধ করো’ লেখা টি শার্ট পরিধান করে। র্যালিটি ইয়াঙ্গুনের বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপ সাবেক জান্তা সরকারের আমলে একটি স্বাভাবিক ঘটনা ছিলো। অনেক সময় নির্দোষ সংবাদ প্রকাশও নিষেধাজ্ঞার কবলে পড়ে থাকে মিয়ানমারে। জনগণের দুর্ভোগ এবং সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও অভিযোগ প্রতিফলিত হয় এমন কোনো সংবাদ প্রকাশ প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয় মিয়ানমারে। তবে সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত বেসামরিক সরকার কিছু কিছু ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে। এর পরও দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক