ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে আকস্মিক বন্যায় ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার বন্যার ঢলের পানি প্রবেশ করলে এ প্রাণহানি ঘটে। এখনো কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ বলছে, গত ৩০ বছরের মধ্যে উত্তরকাশীতে ভয়াবহতম বন্যা এটি।
এদিকে, আবহাওয়া দফতর সতর্ক করেছে, রোববার আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
শুক্রবার রাতে হঠাৎ করে মেঘ জমে উত্তরকাশী এলাকায় প্রবল বর্ষণ ঘটায়। এতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা। রাস্তাঘাট ভেসে গেছে এবং ব্রিজ ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরকাশীর নিম্নাঞ্চলের প্রায় ২শ’ পরিবারকে অপেক্ষাকৃত উঁচুস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা জানিয়েছ্নে, প্রায় দুই হাজার মানুষ বন্যা কবলিত হয়েছে। দুইশ’ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ভবনে এবং স্কুলে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। গঙ্গোত্রী নদীতে সাত জন মানুষ ভেসে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।