সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ভারত

সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ভারত

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও জিতেছে ভারত। ইরফান পাঠানের মারাত্মক বোলিংয়ে সফরকারীরা ২০ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে রাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারত: ২৯৪/৭ (ওভার ৫০)
শ্রীলঙ্কা: ২৭৪ (ওভার ৪৫.৪)
ফল: ভারত ২০ রানে জয়ী

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলতে নেমে অধিনায়ককে হতাশ করেননি ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে সাত উইকেটে ২৯৪ রানের বড় স্কোর গড়ে সফরকারীরা।

গৌতম গম্ভীর ৮৮, মনোজ তিওয়ারি ৬৫, মহেন্দ্র সিং ধোনি ৫৮, ইরফান পাঠান ২৯ (*) ও সহঅধিনায়ক বিরাট কোহলি ২৩ রান করেন। তিনটি উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এছাড়া দুটি উইকেট শিকার করেন নুয়ান প্রদীপ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। রানের খাতা খোলার আগেই পাঠানের বলে সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান। দলের ১৩ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। শেষপর্যন্ত বিপর্যয় সামলে ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। যদিও বুক চিতিয়ে লড়াই করেছেন লাহিরু থিরিমান্নে ও জীবন মেন্ডিস।

দলের হার এাড়তে না পারলেও দারুণ খেলেছেন থিরিমান্নে ও জীবন। রানআউট হওয়ার আগে ৭৭ রান করেন থিরিমান্নে। ইরফানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৭২ রান করেন জীবন। তাদের আউট হওয়ার পরই জয়ের পথ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। গুটিয়ে যাওয়ার আগে ২৭৪ রান করতে পারে মাহেলা জয়াবর্ধনের দল। মূলত একাই পাঁচ উইকেট নিয়ে লঙ্কানদের ইনিংসে ধ্বস নামান ম্যাচসেরা ইরফান।

খেলাধূলা