এই সময়ের সেরা অভিনেত্রী জয়া আহসান তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘ছায়া’ নামের একটি একক নাটকে এবার তাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এটি প্রচারিত হবে ৩ আগস্ট শুক্রবার রাত ১২টয়া মাছরাঙা টিভিতে বিরতিহীন নাটক হিসেবে।
‘ছায়া’ নাটকে জয়া আহসানের নাম ‘যুথী’। একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করে সে। আচমকা প্রতিষ্ঠানের মালিক খুন হন। এরপর প্রতিষ্ঠানের দায়িত্ব নেন মালিকের ছেলে রাজীব। তিনি প্রথমদিকে যুথীকে খুব একটা পছন্দ না করলেও নানা কলাকৌশলে যুথী তাকে আকৃষ্ট করে। এক পর্যায়ে রাজীব তাকে বিয়ে করতে চাইলে সেও তাতে সায় দেয়। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী রাজীব কাজী অফিসে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু যুথীর দেখা নাই। এরই মধ্যে অফিসের এক কর্মকর্তা এসে রাজীবকে জানায়, ম্যানেজারের সাথে যোগসাজস করে প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নিয়েছে যুথী। এমনকি তার বাবাকেও পরিকল্পিতভাবে খুন করেছে যুথী। রাজীব অফিসে গিয়ে দেখে এমডি’র চেয়ারে বসে আছে যুথী।
এই গল্প নিয়ে নির্মিত ‘ছায়া’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সজল, শাহেদ শরীফ খান, তারিক আনাম খান প্রমুখ।