শাহরুখের প্রতি সালমানের শুভকামনা

শাহরুখের প্রতি সালমানের শুভকামনা

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর সালমান খান। প্রায় একযুগ ধরে তাদের মধ্যে চলছে শীতল লড়াই। আজকে সালমান খোঁচা দিয়ে কথা বলছেন, কালকে তার জবাবে শাহরুখ দিচ্ছেন আরেক খোঁচা। তাদের একে অন্যের এই রেষারেষি অবশ্য ভক্ত-দর্শকরা দারুণ উপভোগ করে থাকেন। কিন্তু ইদানিং শাহরুখ-সালমানের মধ্যকার বৈরিতার বরফ যেন গলতে শুরু করেছে। সম্প্রতি শাহরুখের উদ্দেশ্যে সালমানের শুভকামনা জানানোর মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন দুই তারকার সুসম্পর্কের আভাস।

সালমান খানের ‘এক থা টাইগার’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট। ছবিটির প্রচারে এ মুহূর্তে পুরোপুরি মনোনিবেশ করেছেন সালমান। তার প্রত্যাশা এ ছবিটিও ব্যবসায়িকভাবে গড়বে সাফল্যের রেকর্ড।

‘এক থা টাইগার’ ছবির প্রচার সামনে রেখে এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘বলিউডের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন বেড়ে চলেছে। ছবিগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ছবির বাজারও অনেক বিস্তৃত হয়েছে। আমি চাই আমির, অজয়, অক্ষয়, শাহরুখ খান থেকে শুরু করে সবার ছবিই ব্যবসাসফল হোক।’

হঠাৎ করে সালমানের কণ্ঠে শাহরুখ খানের ছবির ব্যবসায়িক সাফল্য কামনার কথা শুনে নড়েচড়ে বসেন সাংবাদিকরা। এ প্রসঙ্গে উপস্থিত সবার মধ্যে প্রতিক্রিয়া দেখে সালমান খান আবারও জোর দিয়ে বলেন, ‘অবশ্যই আমি মনেপ্রাণে চাই শাহরুখের সব ছবি ব্যবসায়িক সাফল্য অর্জন করুক। শাহরুখের প্রতি আমার শুভকামনা রইলো।’

এর আগে শাহরুখ খান বিভিন্ন সময় সালমানের ছবি সামনে রেখে তার প্রতি শুভকামনা জানিয়েছেন। কিন্তু সালমান ছিলেন বরাবরই একরোখা। শাহরুখ খানকে যেন তিনি সহ্যই করতে পারতেন না। এই প্রথম শাহরুখকে শুভকামনা জানালেন সালমান।

বলিউডের অনেকেরই তাই প্রত্যাশা, শত্রুতা ভুলে নিশ্চয়ই শিগগিরই শাহরুখ-সালমান পরস্পরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।

বিনোদন