এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাকা বেলজিয়ামের

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাকা বেলজিয়ামের

শক্তিতে অনেক পিছিয়ে থাকা এস্তোনিয়ার বিপক্ষে পুরোটা সময় চাপ ধরে রেখে অসংখ্য সুযোগ তৈরি করল বেলজিয়াম। সেই তুলনায় অত বেশি গোল অবশ্য মিলল না। তবে প্রত্যাশিত জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল রবের্তো মার্টিনেসের দল। ঘরের মাঠে শনিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বেলজিয়াম।

ব্রাসেলসে ম্যাচের ১১ মিনিটে ক্রিস্তিয়ান বেনতেকের সহজ গোলে প্রত্যাশিত শুরু পায় বেলজিয়াম। তাকে উদ্দেশ করে সতীর্থের বাড়ানো বল ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি গোলরক্ষক। আলগা বল গোলমুখে আলতো টোকায় জালে পাঠান ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড। ১০ মিনিট বাদে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পান বেনতেকে। প্রথমে তার হেড পোস্টে বাধা পায়। পরের মিনিটে তার ডান পায়ের শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়।

অনেক সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক কারাসকো।

এস্তোনিয়া ৭০তম মিনিটে ফেভারিটদের চমকে দেয়। তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক থিবো কোর্তোয়া ফেরানোর পর ফিরতি বল জালে পাঠান এরিক সোর্গা। চার মিনিট পরই অবশ্য ফের দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুইনের ক্রসে ছয় গজ বক্সে হেডে লক্ষ্যভেদ করেন তোরগান আজার।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বেলজিয়াম। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওয়েলস। ১১ পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক। এই দুই দলেরই টিকে আছে প্লে-অফের সম্ভাবনা।

খেলাধূলা শীর্ষ খবর