খুচরা ও পাইকারি বিক্রেতাদের জন্য ‘ট্যাং লাখপতি’ অফারে বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মকবুল হোসেন ও সিলেটের শ্রী বকুল দেবনাথ। তারা দুজনেই ১ লাখ টাকা করে জিতেছেন।
শনিবার সজীব গ্রুপের কর্পোরেট অফিস ফার্মগেটের সেজান পয়েন্টের কনফারেন্স রুমে ট্যাং লাখপতি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম।
এই সময় তিনি বলেন, “বিক্রেতা এবং ব্যবসায়ীরাই আমাদের প্রকৃত প্রতিনিধি। কেননা তাদের মাধ্যমে আমরা আমাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের মাঝে তুলে দিতে পারি।”
এম এ হাসেম আরও বলেন, “বিক্রেতা ব্যবসায়ী বন্ধুদের হাতে কিছু তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সজীব গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক, পরিচালক তারেক ইব্রাহিম, জিএম (এডমিন) সাইফুল্লাহ, সেলস ম্যানেজার শাহাদাত হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্র্যান্ড ম্যানেজার অনুপম চন্দ্র দাস।
উল্লেখ্য, খুচরা ও পাইকারি বিক্রেতাদের জন্য ‘ট্যাং লাখপতি’ অফার শুরু হয় গত ১৫ জুন এবং শেষ হয় ৩১ জুলাই।
এ অফারের নির্দিষ্ট স্ল্যাব ক্রয়ের বিপরীতে ছিল স্ক্র্যাচ কার্ড আর কার্ড ঘষলেই ৫ লাখ, ১ লাখ ও ৫০ হাজার টাকাসহ নগদ উপহার।