দেশের ৪ কোটি ৯১ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে

দেশের ৪ কোটি ৯১ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।

এদিকে সারাদেশে মঙ্গলবার (৯ নভেম্বর) মোট ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৪৫ জনকে। সবমিলিয়ে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

এগুলোর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্র-জার্মানির ফাইজার ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।

জানা গেছে, টিকা পেতে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন।

বাংলাদেশ শীর্ষ খবর