ইনজুরির কারণে চলমান টি-২০ বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জেসন রয়। ইনজুরির কারণে রয় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রুপ পর্বে গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দ্রুত রান নিতে কাফ ইনজুরিতে পড়েন ৩১ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান। ম্যাচে ১০ রানে পরাজিত হয় ইংলিশরা। টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেলেও আসরের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছেন ইয়োইন মরগানের দল। ইনজুরিতে পড়ায় রয়ের পরিবর্তে স্কোয়াড ভুক্ত হয়েছেন জেমস ভিন্স। আগামী বুধবার আবুধাবিতে প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এই নিয়ে ইংলিশদের ইনজুরির তালিকা আরো প্রলম্বিত হল। এর আগে ইনজুরিতে পড়েছেন বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলস।
এক বিবৃতিতে রয় বলেন, ‘আমি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লাম। এটি আমার জন্য খুবই তিক্ত অভিজ্ঞতা। তবে ছেলেদের সমর্থন দেয়ার জন্য আমি দলের সাথে অবস্থান করছি। আশা করি যেকোনো ভাবে আমরা ট্রফি জয় করতে সক্ষম হব।’
কাউন্টি ক্লাব সারের এই ক্রিকেট তারকা ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ শিরোপা জয়ে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সূত্র : বাসস