সিরিয়া সঙ্কট: জাতিসংঘের নিন্দা প্রস্তাবের কঠোর সমালোচনায় রাশিয়া

সিরিয়া সঙ্কট: জাতিসংঘের নিন্দা প্রস্তাবের কঠোর সমালোচনায় রাশিয়া

সিরিয়ায় সহিংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া নিন্দা প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। এ প্রস্তাব কফি আনানের শান্তি প্রস্তাবের সঙ্গে বৈপরিত্যপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালি চারকিন বলেছেন, “এ নতুন অপ্রয়োজনীয় প্রস্তাব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের প্রতি সুস্পষ্ট সমর্থন।”

তিনি বলেন,  “এ প্রস্তাবের মূল সমর্থকরা সিরিয়ার বিরোধীদের “ভাড়াটে যোদ্ধা এবং অস্ত্র’ সরবরাহ করছে।” প্রেসিডেন্ট আসাদের সরকার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার নিন্দা জানিয়ে আনা প্রস্তাব সিরিয়ার গৃহযুদ্ধ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন চারকিন।

সাধারণ পরিষদে তিনি আরো বলেন, “মানবাধিকারের শব্দালঙ্কারের আড়ালে এ প্রস্তাবের মাধ্যমে সশস্ত্র বিরোধীদের প্রকাশ্য সমর্থনের বিষয়টি ঢাকার চেষ্টা করা হচ্ছে।”

কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, “এ প্রস্তাবের সবচেয়ে সক্রিয় সমর্থকরা বিরোধীদের সক্রিয় সমর্থন ও অর্থ দিচ্ছে এবং তাদের ভাড়াটে যোদ্ধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে সহায়তা করছে।”

উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে নিন্দা প্রস্তাব পাস হয়। বিরোধীদের দমনে ভারী অস্ত্র ব্যবহার করার জন্য বাশার আল আসাদের নিন্দা জানানো হয় সাধারণ পরিষদে। একই সঙ্গে সিরিয়া সঙ্কট মোকাবিলায় ব্যর্থতার কারণে নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করা হয়।

নিন্দা প্রস্তাবের পক্ষে ১৩৩ ভোট এবং বিপক্ষে ১২ ভোট পড়ে। অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরব এ প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করে। ৩১টি সদস্যদেশ ভোট দানে বিরত থাকে।

এদিকে, জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের পদ ছেড়ে দিয়েছেন কফি আনান। সিরিয়ায় রক্তপাত বন্ধে ‘সবার কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায়’ গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।

আনানের পদত্যাগের জন্য চীন ও রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক