জাপান এবং যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রয় বেড়ে যাওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে টয়োটা।
গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফার পরিমান বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার কোটি ইয়েন যা গত বছরের একই সময়ের চেয়ে একশ’ ১০ কোটি ইয়েন বেশি।
২০১১ সালের মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। গাড়ি তৈরির মালামাল সরবরাহ না থাকার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। এছাড়া, গত বছর থাইল্যান্ডে ভয়াবহ বন্যাও টয়োটার বিক্রয় কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ।
তবে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে টয়োটা গাড়ির বিক্রি উল্লেখ্যযোগ্য পরিমান বেড়ে গেছে।
কোম্পানি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জাপানে তাদের বিক্রি বেড়েছে ৮১ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে শুধু উত্তর আমেরিকায়তেই টয়োটার আয় বেড়েছে ৮৬ দশমিক ৬ শতাংশ।
এ বিষয়ে জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বলেছে, উৎপাদনের পাশাপাশি বিক্রি বেড়ে যাওয়ায়ই মুনাফা বৃদ্ধির প্রধান কারণ।
তবে ব্যাপক হারে মুনাফা বৃদ্ধির পরও টয়োটা তার বার্ষিক সার্বিক মুনাফার পরিমান ৭৬ হাজার কোটি ইয়েন অপরিবর্তীত রেখেছে।