ফেসবুকের ৮ কোটি ৩০ লাখ অ্যাকাউন্টই ভুয়া!

ফেসবুকের ৮ কোটি ৩০ লাখ অ্যাকাউন্টই ভুয়া!

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের ৮ কোটি ৩০ লাখ ৯ হাজার অ্যাকাউন্টই ভুয়া। যা ওয়েবসাইটটির মোট ৯৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর ৮ দশমিক ৭ শতাংশ!

সম্প্রতি, ফেসবুক এ তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাবে তিনটি ক্যাটাগরির মধ্যে- ‘নকল প্রোফাইলধারী’ ৪ দশমিক ৮ শতাংশ, ‘ইউজার মিসক্লাসিফাইড’ ২ দশমিক ৪ শতাংশ এবং ১ দশমিক ৫ শতাংশ ‘অনাকাঙ্ক্ষিত’ অ্যাকাউন্ট পাওয়া গেছে।

এ তথ্য এমন সময় প্রকাশ করা হলো যখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশেষ করে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যথার্থতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

ফেসবুকের বাণিজ্য নির্ভর করে মূলত বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রকাশের ওপর। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে তাদের ‘লাইক’ অপশনে ব্যবহারকারীদের ক্লিক সংখ্যার সঠিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত মাসে বিবিসি’র প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা রোরি সেলান জোন্স ভারচুয়ালবাগেল নামে একটি ভুয়া কোম্পানি ফেসবুক পাতায় দেন এবং ‘লাইক’ দেওয়ার জন্য ব্যবহারকারীদের প্ররোচিত করতে থাকেন।

এতে করেও তিনি ওই ভুয়া কোম্পানির পক্ষে অনেক ‘লাইক’ পেয়েছেন। এভাবে পর্যবেক্ষণে দেখা গেছে, কোনো কোম্পানির পক্ষে অনেক ‘লাইক’-এর আসলে কোনো বাস্তব মূল্য নেই। কারণ, অনেক ব্যবহারকারী কোম্পানি বা তার পণ্য সম্পর্কে না জেনেই অথবা ভুয়া অ্যাকাউন্ট থেকে অযথাই ‘লাইক’ দিয়ে থাকে।

এবার ফেসবুকের পক্ষ থেকেই বিষয়টি স্বীকার করা হল।

ফেসবুক কর্তৃপক্ষ তিন ক্যাটাগরির মধ্যে ‘নকল প্রোফাইলধারী’ বলতে বুঝিয়েছে, সেসব অ্যাকাউন্ট যেগুলো একজন ব্যবহারকারী তার মূল অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাবহার করে।

‘মিসক্লাসিফাইড’ বলতে বুঝানো হয়েছে- যা একজন ব্যবহারকারী তার ব্যবসা, সংগঠন বা পোষা প্রাণীর মতো কিছুর জন্য ব্যবহার করছে।

তৃতীয় ক্যাটাগরি ‘অনাকাঙ্ক্ষিত’ বলতে ফেসবুক কর্তৃপক্ষ বুঝিয়েছে, একজন ব্যবহারকারী স্প্যাম বা অপ্রোয়োজনীয় বার্তা অথবা অন্য কিছু পোস্ট করতে যে অ্যাকাউন্টি ব্যবহার করে।

আন্তর্জাতিক