আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘‘হাজার হাজার সাক্ষী নিয়ে সেশন ট্রাইব্যুনালের মতো বিচার চাই না। আমরা সামারি ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের সংক্ষিপ্ত সময়ে বিচার চাই।’’
শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘আগস্ট ট্র্যাজেডি: যুদ্ধাপরাধী ও মৌলবাদীদের যোগসূত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউসুফ হোসেন বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি। আর মুক্তিযোদ্ধাদের বিরোধী। কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সব সময় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের প্রশ্রয় দিয়েছেন।
আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় বলেন, যুদ্ধ চলছে, চলবেই। মুক্তিযোদ্ধারা এক সময় যুদ্ধ করেছেন, এখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সংগঠিত হতে হবে। যাতে তারা ভবিষ্যতে দেশের শত্রুদের মোকাবিলায় কাজ করতে পারেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ আইনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের জামিনের কোনো বিধান নেই। কিন্তু বাংলাদেশের যে আইনে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে এতে সে সুযোগ রয়েছে। এ বিচার একটি আর্ন্তজাতিক মানের বিচার বলে মন্তব্য করেন তিনি।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, ঘাতক দালাল নির্মূল কমিটির আব্দুল মান্নান চৌধুরী, নাট্যকার ও এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু প্রমুখ বক্তব্য রাখেন।