অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক করতে প্রধান বিরোধী দল বিএনপি আলোচনার মানসিকতা নিয়ে এগিয়ে এলে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলোচনার উদ্যোগ নেবে। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একথা জানিয়েছেন।
তিনি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্তবর্তী সরকারের রূপরেখো নির্ধারণে বিরোধী দলের সঙ্গে আলোচনার আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দেবে। বিএনপি প্রস্তাব প্রত্যাখান করায় আমি এখন হতাশ নই। আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক অনেক সিদ্ধান্ত নিই। আবার সেই সিদ্ধান্ত বাস্তবতা বুঝে পরিবর্তনও করি। তারা হয়তো বাস্তবতা বুঝতে পারবে। নিজেরা আলোচনা করে আগের অবস্থান থেকে সরে আসবে।
কিন্তু তারা আগেই যদি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না; তাহলে আলোচনার ব্যাপারে আমাদের দিক থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার সুযোগও কমে যায়।
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ সরকারের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন।