ঈদের আগে বোনাসসহ মজুরি প্রদানে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

ঈদের আগে বোনাসসহ মজুরি প্রদানে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস এবং ১৫ আগস্ট পর্যন্ত ওভারটাইমসহ মজুরি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে পোশাক শ্রমিক নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদে গার্মেন্টস শ্রমিকরা ৩ দিনের বেশি ৪ দিন ছুটি কাটান না। অনেকে মনে করেন, গার্মেন্টস শ্রমিকরা ভালো আছেন। কিন্তু শুভঙ্করের ফাঁকি হল, অনেক গার্মেন্টসে রাত ১১টা পর্যন্ত ওভারটাইম করিয়ে নেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতি বছর ঈদে দেখা যায়, মালিকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে বেতন-বোনাস দিতে চান না। নানা তালবাহানা শুরু করেন।

গার্মেন্টস নেতারা পোশাক মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আমাদের দাবি না মানা হলে মালিকদের বাড়ি ঘেরাও করে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করা হবে। সমস্ত টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এ কর্মসূচির পরিবর্তন হবে না।’’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতা মাহতাব উদ্দিন শহীদের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মঈন উদ্দিন মণ্ডল, তৌহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ