যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি রমজান মাস ও ঈদের সময় মেঘনা সেতু সচল রাখতে হবে। যাতে যানজট সৃষ্টি না হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা সেতু এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান মেরামত কাজ পরির্দশনকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের একটি দল সার্বক্ষণিক মেঘনা সেতু এলাকায় থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতে কোনো প্রকার চাঁদাবাজির ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মেঘনা সেতু সংলগ্ন সড়ক মেরামতের কাজ দেখতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা সেতু পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে থাকা সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
পরে যোগাযেগামন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা-গোমতী সেতু পরিদর্শন করে কুমিল্লা ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়।