রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
ওই জেলেরা হলেন- গোপালপুর গ্রামের রশিদ আলীর ছেলে বিপ্লব আলী (২৮), সামাদ আলীর ছেলে বাচ্চু আলী (২৬), অবদুর রহমানের ছেলে লিটন (৩২) ও ইদ্রিশ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।
গত বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকার মধ্যে পদ্মা নদী থেকে মাছ ধরার সময় চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের চার জেলেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়। এসময় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবির চারঘাট কোম্পানি কমান্ডার সুবেদার হোসেন আলী জানান, বিএসএফ সদস্যরা চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার পরে মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি বলেন- ‘আজ শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেওয়ার জন্য ভারতীয় বাবনাবাজ বিএসএফ কোম্পানির সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু এখান থেকে ধরে নিয়ে যাওয়ার পর বিএসএফ সদস্যরা কোর্টে চালান দিয়ে দেওয়ায় তাদের ফেরত দিতে পারেনি।’
তবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা আটক বাংলাদেশি জেলেদের মুক্তির ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিজিবিকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।