কনকর্ড এন্টারটেইন্টমেন্ট ফয়েজ লেক শাখার মহাব্যবস্থাপক(জিএম) আনিসুর রহমান চৌধুরীসহ ওই প্রতিষ্ঠানের অন্তত ১০ জন কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
ফয়েজ লেক এলাকায় একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষ করে বের হলে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়।
তারা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আনিসুর রহমান বলেন, ‘‘শুক্রবার ফয়েজ লেক এলাকায় একটি মসজিদে নামাজ শেষে বাইরে এসে দাঁড়াতেই ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ প্রতিষ্ঠানের অন্তত ১০ জন কর্মকর্তা আহত হয়েছি।’’
তবে তাদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।
তিনি বলেন, পাশের কয়েকটি দোকান ফয়েজ লেক থেকে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে দোকান চালাচ্ছিল। কয়েকদিন আগে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালাতে পারে বলে ধারণা করছেন জিএম।
এ ঘটনায় নগরীর খুলশী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলশী থানার ওসি আব্দুল লতিফ বলেন, কনকর্ড এন্টারটেইন্টমেন্ট ফয়েজ লেক শাখার জিএমসহ কয়েকজন কর্মকর্তার ওপর সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।