শিগগিরই ইসলামিক ও অ্যারাবিক বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খুব শিগগিরই ইসলামিক ও অ্যারাবিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব প্রশাসিনক কাজ সম্পন্ন করা হয়েছে। পরবর্তী কেবিনেট সভায় আলোচনার জন্য এর ফাইল পাঠানো হবে।

রাজধানীতে বাংলাদেশ জামাতুল মাদ্রাসীন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদ্রাসায় ইসলামিক ও আধুনিক উভয় শিক্ষায় পাঠদান করার ব্যবস্থা করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন আধুনিক জ্ঞান অর্জন করে দেশের জন্য কাজ করতে পারবে, তেমনি ইসলামিক জ্ঞানও অর্জন করতে পারবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “ইসলাম শান্তির ধর্ম। এটি উগ্রতা ও সন্ত্রাসকে সমর্থন করে না।”

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি বলেন, “সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এখনও করছেন। তারা দেশের ফিরে এসে, দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”

তিনি আরো বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম উগ্রতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। কিন্তু ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করছে। এ সব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এতে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ডি এইচ হারুণ, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান রশীদ, বাংলাদেশ জামাতুল মাদ্রাসীনের এম এম বাহাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ