ইরানের ইসলামি রেভুল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, “বর্তমানে দেশের জন্য ‘সফট ওয়ার’ সবচেয়ে বড় হুমকি। আর এ যুদ্ধ পশ্চিমারা ইরানের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে।”
অবশ্য ‘সফট ওয়ার’ বলতে তিনি কী বুঝিয়েছেন তা পরিষ্কার করে বলেননি।
তবে এই শব্দগুচ্ছটি সাধারণত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গুপ্তচরবৃত্তি, কম্পিউটার ভাইরাস এবং ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি রফতানি করার মতো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ইরানের পারমাণু প্রকল্প কম্পিউটার ভাইরাসের আক্রমণে অনেকবারই বাধাগ্রস্ত হয়েছে। এ আক্রমণের জন্য বরাবরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রও অবশ্য ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছে।
শুক্রবার রেভুল্যুশনারি গার্ডের নিজস্ব ওয়েবসাইটে জেনারেল আলী জাফারির মন্তব্যটি প্রকাশ করা হয়েছে।
জাফরি আরোও বলেছেন, “ইরান অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূণ সময় পার করছে। এ নাজুক পরিস্থিতি মোকাবিলার জন্য বাসিজ আধাসামরিক বাহিনীর খুবই প্রয়োজন।” বাসিজ হল ইরানের সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি আধাসামরিক বাহিনী।
উল্লেখ্য, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধে চাপ সৃষ্টি করতে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রতি আরো কঠোর করেছে।
পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান পারমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
ইরান অবশ্য বরাবরই তা অস্বীকার করে বলছে, এ প্রকল্প কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।