বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের ৫ম বৈঠক ঢাকায়

বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের ৫ম বৈঠক ঢাকায়

বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের ৫ম বৈঠক আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্প্রতি (২৯-৩০ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের ৪র্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের বাণিজ্যসচিব মো: গোলাম হোসেন এবং নেপালের বাণিজ্যসচিব লাল মণি যোশী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নেপালের প্রাথমিক ও কৃষিজাত পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে এ সংক্রান্ত পণ্যতালিকা ও  মোডালিটিজ চূড়ান্ত করতে দুই দেশের যুগ্ম-সচিবদের নেতৃত্বে গঠিত একটি টেকনিক্যাল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ ও নেপালের সর্বশেষ সংশোধনী প্রস্তাবের ভিত্তিতে ‘‘preparational Modalities for the Carriage of Transit Cargo between Nepal and Bangladesh’’- এর খসড়া চূড়ান্তকরণসহ উভয় দেশ কর্তৃক রপ্তানিযোগ্য প্রক্রিয়াজাত পণ্যের শুল্কহার হ্রাস করার লক্ষ্যে একটি চূড়ান্ত  সুপারিশমালাও প্রণয়ন করবে এ কমিটি। টেকনিক্যাল কমিটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উভয় কাজ সম্পন্ন করবে।

এছাড়া দু’দিনব্যাপী এ বৈঠকে অন্যান্য যেসব বিষয় নিয়ে আলোচনা হয় সেসবের মধ্যে রয়েছে- ঢাকা-কাঠম‍ান্ডু সরাসরি বাস সার্ভিস চালু করা, নেপালে বাংলাদেশের ট্রাক প্রবেশ, রোহানপুর-সিংগবাদ রেলওয়ে লিংক, অন অ্যারাভাইল ভিসা প্রদান, ট্যুরিজম ও বাণিজ্যমেলা ইত্যাদি।

ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস সার্ভিস চালু
ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস সার্ভিস চালুর লক্ষ্যে বাংলাদেশ থেকে পাঠানো এ সক্রান্ত চুক্তির খসড়াটি বর্তমানে নেপাল কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে এবং শিগগিরই এ বিষয়ে তাদের মতামত জানা যাবে।

নেপালে বাংলাদেশের ট্রাক প্রবেশ
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত এসওপি অনুযায়ী নেপালের ট্রাক বর্তমানে বাংলাবান্দা স্থলবন্দরে প্রবেশ করলেও বাংলাদেশি ট্রাক নেপালের কাঁকরভিটা পর্যন্ত যেতে পারছে না। বাংলাদেশ বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা করবে মর্মে সভায় জানান হয়েছে।

রোহানপুর-সিংগবাদ রেলওয়ে লিংক
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে রোহানপুর-সিংগবাদ রেলওয়ে লিংক এর সংস্কার কাজ সম্পন্ন করে এরই মধ্যে রুটটিকে কার্যকর করা হয়েছে এবং বিরল-রাধিকাপুর ল্যান্ড কাস্টমস স্টেশন কার্যকর করার লক্ষ্যে মিটার গেজ রেললাইনকে ব্রড গেজে রূপান্তরের কাজও শুরু করা হয়েছে।

অন অ্যারাভাইল ভিসা
সভায় জানানো হয়, বাংলাদেশ ও নেপাল বর্তমানে পারস্পরিকতার ভিত্তিতে উভয় দেশের নাগরিককে অন অ্যারাভাইল ভিসা প্রদান করছে।

বাণিজ্যমেলা
বৈঠকে ঢাকায় অনুষ্ঠেয় আগামী বাণিজ্যমেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে নেপালকে আমন্ত্রণ জানানো হয় এবং আগামী বছর এপ্রিলে কাঠম‍াণ্ডুতে অনুষ্ঠেয় নেপাল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বাংলাদেশের অংশ গ্রহণের আগ্রহ ব্যক্ত করা হয়।

পর্যটন
পর্যটনের ক্ষেত্রে বিশাল সম্ভাবনার দিক বিবেচনা করে উভয় দেশ এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মর্মে সিদ্ধান্ত হয় এবং এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টির জন্য “From the highest peak to the longest beach vice versa’ কে ক্যাম্পেইনের স্লোগান হিসেবে ব্যবহারে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অর্থ বাণিজ্য