এখন থেকে বিনিয়োগকারীরা সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) থেকে বিনামূল্যে তাদের পোর্টফোলিও’র স্টেটমেন্ট তুলতে পারবে।
বুধবার বিকেলে সিডিবিএল’র এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমএইচ সামাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি সমস্যার প্রতিটি বিষয় চিহ্নিত করা হয়েছে এবং সমস্যার সমাধানও করা হয়েছে। সিডিবিএলের নিয়ম অনুসারে, যেসব লেনদেন আটকে গিয়েছিল, সেসব লেনদেন নিষ্পত্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কিছু নেই। সিডিবিএলের ডাটাবেজ পুরোটাই নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে তাদের শেয়ার নির্ভুলভাবে নিষ্পত্তি করা হয়েছে।
সিডিবিএলের পক্ষ থেকে আরও জানানো হয়, বিনিয়োগকারীরা তাদের বিও হিসাবের স্টেটমেন্ট কোনো ফি ছাড়াই পাবেন। তবে এ জন্য বিনিয়োগকারীকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।