সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন সমরিতা হাসপাতালের শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ০৯ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া ইমাম বাটন কোম্পানির শেয়ার ৭ দশমিক ৯৬ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন সমরিতা হাসপাতালের শেয়ারের দাম সর্বোচ্চ ৭০ টাকায় এবং সর্বনিম্ন ৭০ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৭৭ টাকায় লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৭০ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৭ টাকা দাম হারিয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৯৯৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মূলধন ৬৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৮০ লাখ টাকা।
বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৮৮ লাখ ৪ হাজার ৪০০টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ দশমিক ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ারের রয়েছে।
গত কার্যদিবসের দামের তুলনায় বৃহস্পতিবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- সমরিতা হাসপাতার ৯ দশমিক ০৯ শতাংশ, ইমাম বাটন ৭ দশমিক ৯৬ শতাংশ, মুন্নু স্টাফলারস ৬ দশমিক ২৩ শতাংশ, রহিম টেক্সটাইল ৬ দশমিক ২১ শতাংশ, ইবিএল ৫ দশমিক ৯৪ শতাংশ, গ্রামীণ ফোন ৫ দশমিক ৭১ শতাংশ, বেক্সিমকো লি. ৪ দশমিক ৭৬ শতাংশ, সিএমসি কামার ৩ দশমিক ৩৮ শতাংশ, আইএফআইসি ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড ৩ দশমিক ১৭ শতাংশ।
এছাড়া বৃহস্পতিবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- ইমাম বাটন, ইস্টার্ন লুব্রিকেন্ট, ওসমানিয়া গ্লাস, ইবিএল, পিপলস ইন্সুরেন্স, বিডি ওয়েল্ডিং, ডেল্টা স্পিনিং, রংপুর ফাউন্ড্রি, ঢাকা ব্যাংক এবং অগ্রণী ইন্সুরেন্স।