জিমন্যাস্টিকসের ব্যক্তিগত স্বর্ণ ডাগলাসের

জিমন্যাস্টিকসের ব্যক্তিগত স্বর্ণ ডাগলাসের

অলিম্পিকে মেয়েদের জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-রাউন্ডের ফাইনালে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল ডাগলাস। নর্থ গ্রিনউইচ অ্যারেয়ায় রাশিয়ার দুই প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন ১৭ বছর বয়সী এই জিমন্যাস্ট।

যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্টকে ডাকা হয় ‘দ্য ফ্লাইং স্কুইরল বা উড়ন্ত কাঠবিড়াল’ নামে। প্রতিযোগিতায় সে প্রমাণ দিয়েছেন ডাগলাস। মোট ৬২.২৩২ পয়েন্ট করে প্রতিযোগিতার স্বর্ণ নিশ্চিত করেন তিনি।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় ডাগলাস বলেন, ‘প্রত্যেকের কাছে নিজের সামর্থ্যরে বিষয়টি তুলে ধরতেই প্রতিদ্বন্দ্বিতার জন্য মঞ্চে গিয়েছি। লড়াইয়ের জন্য কোচ আমাকে ভালোভাবে প্রস্তুত করছেন। আর প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সব থেকে আলাদা।’ এনিয়ে এই ডিসিপ্লিনের দ্বিতীয় স্বর্ণ জিতলেন ডাগলাস। এর আগে তিনি নিজের সাফল্যের ঝুলিতে পুরেছেন দলগত বিভাগের স্বর্ণ পদক।

৬১.৯৭৩ পয়েন্ট নিয়ে এই ইভেন্টের ব্যক্তিগত অল-রাউন্ডের রৌপ্য পদক জিতেছেন রাশিয়ার ভিক্তোরিয়া কোমোভা। ব্রোঞ্জ পেয়েছেন স্বদেশী আলিয়া মুস্তাফিনা। ডাগলাসের কাছে স্বর্ণ পদক হারানোর পর কান্নায় ভেঙে পড়েন কোমোভা। বাছাই পর্বে র‌্যাঙ্কিংয়ের প্রথমে থাকায় প্রত্যাশা করা হচ্ছিলো স্বর্ণ জিতবেন তিনি। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় খুব কষ্ট পেয়েছেন কোমোভা। বলেন, ‘নিজের সাফল্য নিয়ে আমি গর্বিত। তারপরও হতাশ হয়েছি কারণ স্বর্ণ জিততে চেয়েছিলাম আমি।’

অন্যান্য