ঈদ সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহে আসছে তরুণশিল্পী লিমন চৌধুরীর দ্বিতীয় অ্যালবাম ‘বৃষ্টি বিনিময়’।অ্যালবামটিতে মোট গান থাকছে ১০টি। এটি বের হবে ডেডলাইন মিউজিকের ব্যানারে।
লিমন চৌধুরীর দ্বিতীয় এই একক অ্যালবামের উল্লেখযোগ্য গানের শিরোনাম হচ্ছে ‘তোমার ছবি’, ‘বৃষ্টি বিনিময়’, ‘মন খারাপ’, ‘অনুরাগ’, ‘সাকি’ ইত্যাদি।
অ্যালবামের ‘অনুরাগ’ শীর্ষক গানটিতে লিমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। গানগুলো লিখেছেন রানা, রূপন, আহসান হাবিব আপন, তন্ময় তনয়, কাজরী তিথি জামান, মোরশেদ মোসলেম প্রমুখগন। সুর ও সংগীত আয়োজন করেছেন বনি আহ্মদ।
‘মন খারাপ’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন বালাম। এ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও জাকিয়া বারী মম। এরই মধ্যে বিভিন্ন চ্যানেল এই ভিডিওটির প্রচার শুরু হয়েছে।
অ্যালবামটির গান সম্পর্কে শিল্পী লিমন চৌধুরী বলেন, বিভিন্ন ধরনের শ্রোতার জন্যে গানগুলোতে ভিন্নতা আনার চেষ্টা করেছি। আরএনবি, সফট রক, অ্যারাবিক টিউন, মেলোডি ধরনের গান আছে আমার অ্যালবামে। চেষ্টা করেছি যতœ নিয়ে অ্যালবামের গানগুলো গাওয়ার। আশা করি অ্যালবামটি সবার ভালো লাগবে।