পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের তাঁতমালিক হযরত আলী(৪২)হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এছাড়া আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত হাচেন আলীর ছেলে শামসুল আলম (৪৮), খোরশেদ আলীর ছেলে আয়নাল হোসেন (৩৬), রইচ উদ্দিনের ছেলে আলাউদ্দিন আলী(২২), জাফর আলীর ছেলে বাবু হোসেন (২১) ও শামসুল আলমের ছেলে জানে আলম (২৫)।
রায় ঘোষণাকালে মামলার বাদী নিহতের স্ত্রী শিউলী খাতুন, মেয়ে কনা পারভীন, ৪ আসামি ও তাদের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি জানেআলম পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহির আলী কাদেরী, অ্যাডভোকেট আবু বকর ও অ্যাডভোকেট আব্দুর রহিম খান।
উল্লেখ্য, ২০০৭ সালের ১ আগস্ট সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁতমালিক হযরত আলীকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিনই রাতে নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে ওই ৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পরই পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রমজান গাজী তদন্ত কাজ শেষে একই বছরের ২৯ সেপ্টেম্বর ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। গ্রেফতারের পর থেকে আসামিরা জেলা কারাগারে আটক ছিলেন।
আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার বিকেলে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মামলার বাদী নিহত হযরত আলীর স্ত্রী শিউলী খাতুন ও মেয়ে কণা পারভীন মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায়ে আমারা সঠিক ও ন্যায় বিচারই পেয়েছি।