ভালোবাসার অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’

ভালোবাসার অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’

ঈদকে সমানে রেখে মিডিয়া প্ল্যান্টের ব্যানারে বাজারে এসেছে ভালোবাসার গানের অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’। নবীন-প্রবীণ শিল্পীদের গাওয়া প্রেমের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

‘প্রেমের ঘুড়ি’ অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে ঢাকার একটি অভিজাত রেস্টেুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী উমা খান, রবি চৌধুরী, শরীফ জাহান, মিডিয়া প্ল্যান্টের কর্ণধার মারুফ মুন্না প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অ্যালবামের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এই ঈদের নতুন অডিও অ্যালবাম ‘প্রেমের ঘুড়ি’। এ অ্যালবামের ‘শুধু তুমি থাকো’ শীর্ষক গানটি গাওয়ার মধ্য দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হলো মারুফ মুন্নার। মিডিয়ার বিভিন্ন শাখায় পথচলার পর এবার গানেও তার অভিষেক হলো।

অ্যালবামটিতে গান রয়েছে মোট ১০টি। মারুফ মুন্না ছাড়া গানে কণ্ঠ দিয়েছেন উমা খান, অরিন, পূজা, আনিসা, নার্গিস পারভীন, এফ কে স্বাধীন, বিজয় মামুন, সাধক বাবু, ইমন, শ্রাবণ, হাসিফ হামিদ এবং শামীম আল মামুন। সুর ও সঙ্গীতে ছিলেন ওয়াহেদ শাহীন, অয়ন চাকলাদার, বিজয় মামুন, আহমেদ চপল ও লিয়া।

বিনোদন